নিজস্ব প্রতিনিধি: পাঁচ লাখ চাঁদার দাবি ও হত্যার হুমকির অভিযোগে সাতক্ষীরার ২৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সদর উপজেলার কাশেমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে ও আগরদাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান (মৃত) আনারুল ইসলামের ভাতিজা মারুফ হোসেন প্রান্ত বাদী হয়ে সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানকে প্রধান আসামী করে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলনসহ ২৮ জনের বিরুদ্ধে সাতক্ষীরা বিজ্ঞ দ্রুত বিচার আদালতে পাঁচ লাখ টাকার চাঁদার দাবি ও হত্যার হুমকির মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ শহীদ স্মৃতি কলেজে বাদী মারুফ হোসেন প্রান্ত ইন্টার প্রথম বর্ষে লেখাপড়া করতেন এবং তিনি জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব ছিলেন। একপর্যায়ে আসামীরা গত ২৪ ডিসেম্বর ২০১৮ সালে বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। আসামীদের দাবিকৃত টাকা বাদী দিতে অস্বীকার করলে কলেজের সামনে মারধর ও শারিরীক নির্যাতন করতে থাকে।
উক্ত আসামীরা বাদীকে ওই কলেজে লেখাপড়া করতে ও দেশে থাকতে হলে দাবিকৃত চাঁদার টাকা পরিশোধ করতে হবে। উক্ত দাবিকৃত চাঁদার টাকা না দিলে কলেজ, ভিটাবাড়ি ছাড়তে হবে এবং তোকে গুম, মামলা দিয়ে হয়রানি করা হবে। অন্যথায় তোর চাচা আগরদাড়ী ইউপি সাবেক চেয়ারম্যান মহরুম আনারুল ইসলাম ও শহিদুল ইসলামকে যে ভাবে মারা হয়েছে তোকেও সেই ভাবে মারা হবে বলে আসামীরা ঘটনাস্থল থেকে ত্যাগ করে চলে যায়। উক্ত বিষয়ে তৎকালীন সময়ে থানায় মামলা করতে গেলে তৎকালীন পুলিশ কর্মকর্তা মামলা নেননি, এমনকি আসামীদের ভয়ে আদালতে মামলা করতে পারেনি বলে বাদী জানান। বাদী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে মধ্যে দেশে স্থিতিশীল হওয়ার পর উক্ত বিষয়ে আসামীদেরর বিরুদ্ধে সাতক্ষীরা দ্রুত বিচার আদালতে মামলা করা হয়েছে।
উক্ত মামলাটি তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দেওয়ার জন্য সাতক্ষীরা পিবিআই পুলিশের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ দ্রুত বিচার আদালতের বিচারক।
সম্পাদক : রেহেনা পারভীন
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta