অপরাধ বার্তা ডেস্ক: সাতক্ষীরা বিজিবি’র বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৭০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মালামাল আটক করেছে।
গত ০৫ সেপ্টেম্বর হতে ১১ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপির সীমান্ত এলাকা এবং বাঁকাল ও ঝাউডাংগা চেকপোষ্ট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ৫১ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ঔষধ, ৭ লক্ষ সাড়ে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ী, বোরকা ও পাঞ্জাবী এবং ১১ লক্ষ ৪২ হাজার ১ শত টাকা মূল্যের ভারতীয় দুধ, পাতার বিড়ি, ইমিটেশনসহ অন্যান্য মালামাল আটক করা হয়।
চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে বলে জানান।
বিজিবি’র টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।
এছাড়া সাতক্ষীরা বিজিব’র দায়িত্বপূর্ণ এলাকার কোম্পানী এবং বিওপি কমান্ডারগণের নেতৃত্বে সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
গত ৫ আগস্ট ১১ সেপ্টেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা. ভোমরা, বাঁকাল, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাংগা, মাদরা, হিজলদী, সুলতাপুর এবং চান্দুরিয়া বিওপির উক্ত মতবিনিময় সভায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ করাসহ বিভিন্ন সীমান্ত অপরাধ বিষয়ে স্থানীয় জনগনকে সতর্ক প্রদান করা হয়।
এছাড়াও মাদক হতে যুব সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মতবিনিময় সভায় স্থানীয় মসজিদের ঈমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারনসহ আনুমানিক ৬০০-৬৫০ জন উপস্থিত ছিলেন। সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা, কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড না ঘটায় সেই দিকে এলাকাবাসীর খেয়াল রাখতে আহবান জানানো হয়। কোন ব্যক্তি যেন অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম না করতে পারে সেজন্য বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীকে অবগত করা হয়। উপস্থিত সকলেই এ ব্যাপারে বিজিবিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
সম্পাদক : রেহেনা পারভীন
© সর্বস্বত্ব সংরক্ষিত। Dainik Aporadh Barta