অনলাইন রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালীন ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ উঠেছে। এর ফলে ওই হলের ভোটগ্রহণ বর্তমানে বন্ধ আছে।
বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী সেখানে উপস্থিত হন। পরে ছাত্রদলের ভিপি প্রার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এতে অন্যান্য প্রার্থীরাও উদ্বেগ প্রকাশ করেন। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা ঘটনাস্থলে এলেও বিস্তারিত কিছু জানাননি।
এদিকে, নির্বাচন চলাকালীন সময়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হল প্রভোস্ট তাকে একটি কক্ষ থেকে আটক করেন। সোহান বিশ্ববিদ্যালয়ের ৩৬তম ব্যাচের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষা