• আজ- শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
পূজা-পার্বণ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর- ডাঃ শহিদুল আলম সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র ৭০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ ও মতবিনিময় সারাদেশে একযোগে বাতিল হল বিতর্কিত এসএ রেকর্ড, মালিকানা পুনঃনির্ধারণ হবে যেভাবে পুলিশের ১৪ কর্মকর্তার বদলি এলাকার উন্নয়নে আপনাদের কর্মী হয়ে থাকতে চাই- হাবিবুল ইসলাম হাবিব! আশাশুনিতে চাল পাচারের সময় ইউপি সদস্য ছাত্র জনতার হাতে আটক বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরিষদের ৭ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ জাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ফজিলাতুন্নেছা হলের ভোটগ্রহণ বন্ধ হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালালেন নেপালের মন্ত্রীরা ভারতবিরোধী অবস্থানের কারণে ক্ষমতা হারিয়েছেন, দাবি কেপি শর্মা ওলির

পূজা-পার্বণ নির্বিঘ্নে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর- ডাঃ শহিদুল আলম

রিপোর্টার: / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহিদুল আলম।

তিনি বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনাগুলো ঘটছে এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোনো ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘেœ সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক ও জজকোর্টের এপিপি এড. সুনীল কুমার ঘোষ।
বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ